সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি। গত বুধবার বিকেলে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ইলেক্সট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত জেলা প্রশাসক বলেন বান্দরবানের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নসহ মানুষের সেবায় জেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাবে।জেলার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নসহ জনকল্যাণে প্রশাসনের কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি জেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, অধ্যাপক ওসমান গণি, আমিনুল ইসলাম বাচ্চু, বর্তমান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ইউনিট সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আল ফয়সাল বিকাশসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।