বান্দরবানে অসহায়দের মাঝে রিক্সা, ভ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :

বান্দরবানে করোনার কারণে বেকার হয়ে পড়া দরিদ্র অসহায় কর্মহীন ৩৫ ব্যক্তির মাঝে রিক্সা,ভ্যান, ও ঠেলাগাড়ি বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই সকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রিক্সা ভ্যান বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এসময় ১৫ জন ব্যক্তিকে ভ্যান ঠেলাগাড়ি ও ২০ জনকে রিক্সা বিতরণ করা হয় । পরে একই স্থানে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে প্রাপ্ত ৫ টি অক্সিজেন সিলিন্ডার বান্দরবান সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য প্রদান করেন পার্বত্য মন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মার্মা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।