বাঁকখালীর তীর থেকে আরও ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর থেকে আরও ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এক যুগ আগে সরকার বাঁকখালী নদীতে নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেয়। নৌবন্দর বাস্তবায়নের জন্য উচ্চ আদালতের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ নিয়ে গত দু’দিনে অন্তত ৪০০ স্থাপনা উচ্ছেদ করে ৩০০ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, ‘গতকাল সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান আজ (বুধবার) দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল। এ পর্যন্ত নদী তীরের ৩০০ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সেখান থেকে প্রায় ৪০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্যারাবন ধ্বংস করে নদী তীরের জমি ভরাট ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল। উচ্চ আদালত থেকে অবৈধ দখল উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের আলোকে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।’