নিজস্ব প্রতিনিধি , বাঁশখালী :
বাঁশখালী উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল সোমবার (১২ এপ্রিল) বিকালে স্বাস্থ্যবিধি মেনে ৮০০ কৃষককে বিনামূল্যে বীজ, সার এবং ৭০ শতাংশ ভর্তুকিতে ৩১ লাখ টাকা মূল্যের ৪টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
৮০০ জন কৃষকের প্রত্যেককে ৩০ কেজি সার ও ৫ কেজি বীজ প্রদান করা হয়। করোনাতেও জাতে কৃষি নির্ভর পণ্যে সংকট না পরে সেই লক্ষ্যে সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া উপকূলীয় বাঁশখালীতে দুর্যোগ মোকাবেলা করে যাতে দ্রত শ্রমিকছাড়া মেশিন দিয়ে ধান কাটা যায় সেজন্য বাহারছড়া, শেখেরখীল, পুকুরিয়া ও ছনুয়া এই ৪টি এলাকায় ৪টি হারভেস্টার মেশিন দেয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়–য়া, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, মৌলভী আক্তার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র প্রমুখ।