ধোপাছড়িতে বিভিন্ন প্রকল্প উদ্বোধনে এমপি নজরুল
নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, । আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হয়। স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। দুর্গম এই ইউনিয়নে সড়ক, ব্রিজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে। আগামী দিনেও সকলের সহযোগিতায় উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন,”দুর্গম ধোপাছড়ি ইউনিয়নকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য সব রকম পদক্ষেপ নেয়া হচ্ছে এবং দুর্গম এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলমান আরো রয়েছে।গত বুধবার বিকালে চন্দনাইশ উপজেলায় ১০নম্বর ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, খাঁনহাট, ধোপাছড়ি ও বান্দবান সড়ক এবং ধোপাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবন উদ্বোধনকালে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধোপাছড়ি ইউ.পি চেয়ারম্যান মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান ধোপাছড়ি আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান সোলাইমান ফারুকী ও অ্যাডভোকেট কামেলা খানম রূপা।এসময় উপস্থিত ছিলেন, জোয়ারা ইউ.পি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন ও বরকল ইউ.পি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আবদুল্লা আল নোমান বেগ ও মো. সেলিম, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক মজনু মিয়া, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক আব্দুল হালিম, মাস্টার আহসান ফারুক, হেলাল উদ্দীন, মাহাবুবুর রহমান।