বঙ্গবন্ধু শিল্পনগরে তৈরি হবে সেন্ট্রাল সিইটিপি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই বঙ্গবন্ধু শিল্পনগরে বেজার সঙ্গে ১২০ টি শিল্প প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেছে। ১৩ টি শিল্প প্রতিষ্ঠান এ বছর ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে উৎপাদনে যাবে।

শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

তিনি বলেন, ইতোমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সিইটিপি তৈরির জন্য প্রকল্প পাশ হয়েছে। বঙ্গবন্ধু শিল্পনগরসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলে পরিবেশ দূষণ রোধে ইটিপি, সিইটিপি স্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ভবনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে  এইচএসবিসি ব্যাংক । করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শিল্পনগরে বৃক্ষরোপনের জন্য এইসএসবিসি ব্যাংক লিমিটেড বেজার সাথে এই সমঝোতা স্মারক সই করেছে।

শেখ ইউসুফ হারুন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৪ হাজার কোটি টাকার বেশি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পানির জন্য পৃথক নেটওয়ার্ক ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনসহ বিভিন্ন কাজ করা হবে। বেসরকারি বিনিয়োগ ও ডিজিটাল এন্টারপ্রেনারশিপ (প্রাইড) শীর্ষক এ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক বিনিয়োগ করছে,  দ্রুতই টেন্ডার হবে । যে সব শিল্প প্রতিষ্ঠান ওখানে শিল্প স্থাপন করবে তারা আবার আলাদা করে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) তৈরি করবে।”

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই বঙ্গবন্ধু শিল্পনগরে বেজার সঙ্গে ১২০ টি শিল্প প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেছে। ১৩ টি শিল্প প্রতিষ্ঠান এ বছর ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে উৎপাদনে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সবুজায়নে বেজার সাথে এইচএসবিসি  ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষরে আওতায় ব্যাংকটি ৪০ হাজার মানগ্রোভ চারা লাগাবে ও রক্ষণাবেক্ষণ করবে।

বেজার পক্ষে মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান আরিফ এবং এইচএসবিসি ব্যাংক লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এইচএসবিসি ব্যাংকের  সিইও মো: মাহাবুবুর রহমান বলেন, সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এইসএসবিসি ব্যাংক শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্য নয়, বরং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের মতো কর্মসূচি নিতে পেরে গর্বিত।

এসময় বেজার নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ইরফান শরীফ, আবদুল আজিম চৌধুরী, আলী আহসানসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং  হোলসেল ব্যাংকিং বিভাগের  কান্ট্রি হেড কেভিন গ্রিন সহ এইসএসবিসি ব্যাংকের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সূত্র : টিবিএস