নিজস্ব প্রতিনিধি, রাউজান »
দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহায়তা ও সাহস যুগিয়েছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশের স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদান বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে । ৮ আগস্ট দুপুরে রাউজান উপজেলা পরিষদ হলে বঙ্গমাতা ফজিলাতুননেছার ৯১ তম জম্মবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী একথা বলেন।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে ফজিনাতুন নেছা মুজিবের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে । আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ । সভা শেষে ৭ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয় ।