নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :
ফটিকছড়ির রোসাংগিরীতে পুকুরের পানিতে পড়ে মো. সামির ইসলাম (৭)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ওবাইদুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সামির রোসাংগিরী গ্রামের সৌদি প্রবাসী নাদিরুজ্জামানের একমাত্র ছেলে এবং উত্তর রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ সামির ইসলাম পুকুরে গোসল করতে নামে। কিন্তু ঘরে না ফেরায় স্বজনরা পুকুরে নেমে সামিরকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
























































