প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গণিত বিভাগের ওয়েবিনার

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গণিত বিভাগের ওয়েবিনার সিরিজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গণিত বিভাগের উদযোগে গণিত ও এর প্রয়োগের উপর ওয়েবিনার সিরিজ শুরু হয়েছে। ২৬ জুলাই ওয়েবিনার সিরিজ উদ্বোধন করেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রথম ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস।’
রোল অব ম্যাথমেটিকেল মডেলস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্যা ডাইনামিক ট্রান্সমিশন অব পেনডেমিক আউটব্রেক অব কোভিড-১৯’ শীর্ষক বিষয়ের উপর অনুষ্ঠিত প্রথম ওয়েবিনারে বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শুরুতে বিভাগের কার্যক্রমের উপর একটি ছোট ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
কি নোট স্পিকার শিক্ষার্থীদের জন্য উপযোগী তাঁর বক্তব্যে বেসিক ম্যাথমেটিকস্ নিয়ে আলোচনার সুত্রপাত করে ধীরে ধীরে এর বিভিন্ন প্রয়োগ, মডেলিং, কোভিড-১৯’ ট্রান্সমিশন মডেল এবং এর নিউমারিকেল রেজাল্ট উপস্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে প্রথম ওয়েবিনারের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি