পিটার হাসকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিলেন বাইডেন

পিটার হাস

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাস’কে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এখন সিনেটে মনোনয়ন চূড়ান্ত হলেই তিনি বর্তমান রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।শুক্রবার ( ৯ জুলাই ) হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চারটি দেশে চারজন রাষ্ট্রদূত মনোনয়নের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এরা হলেন, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার এবং বাংলাদেশের জন্য পিটার হাস।পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে কাজ করছেন। তাঁর কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন/ কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজীর পাশাপাশি হাস ফরাসী ও জার্মান ভাষায় দক্ষ। যুক্তরাষ্ট্র সেনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে।

সূত্র : ভিওএ