পাশের হারে সেরা নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে পাশের হারে সবার শীর্ষে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ৪৬৭ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। বোর্ডের আওতাধীন ১০৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫০টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে নাসিরাবাদের পরীক্ষার্থী বেশি বলে তারা পাশের হারে সবার শীর্ষে।
দ্বিতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজ (পরীক্ষার্থী- ৪৬২), তৃতীয় স্থানে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪৪২ জন), চতুর্থ অবস্থানে ডা.খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৩৪০ জন), পঞ্চম অবস্থানে সেন্ট প্লাসিড স্কুল (পরীক্ষার্থী ২১৭ জন), ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (পরীক্ষার্থী ২১০ জন), সপ্তম অবস্থানে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ (পরীক্ষার্থী ১৮৩ জন), অষ্টম অবস্থানে মিরসরাইয়ের জোরারগঞ্জ মিরসরাই বুদ্বোয়া উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১৮০ জন), নবম অবস্থানে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১৭৪ জন) এবং এ তালিকায় দশম স্থানে রয়েছে সিলবার বেলস হাইস্কুল (পরীক্ষার্থী ১৬৬ জন)।