পটিয়ায় বাসচাপায় ছয়জন নিহত

ছবি : ঢাকা পোস্টের সৌজন্যে

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী ও বাসের এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী।

বাস ও অটোরিকশা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। পটিয়ার জলুর দিঘি ও বাইয়ার দিঘির মাঝামঝি স্থানে পৌঁছালে রিলাক্স পরিবহনের বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি উল্টে মহাসড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা যান। উল্টে যাওয়া বাসটির আহত যাত্রীদের হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে একজন মারা যান।

নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং একজন নারী। চার জনের পরিচয় শনাক্ত হয়েছে। এরা হলেন রেজাউল করিম (৪৫), সাব্বির হোসেন (২৮), শুভ (২৭) ও আমান (৪২)।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এরমধ্যে শাহ আলম (৪০) ও সুখি আকতার (২৯) নামে দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল করেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।