নিজস্ব প্রতিনিধি,পটিয়া »
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে একটি কালর্ভাটের ইউ ওয়াল ধসে পড়েছে।
যেকোন মুহুর্তে পুরো কালভার্টটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলার হাইদগাঁও-কেলিশহর সড়কের বট্টলবাড়ি এলাকায় গত এক সপ্তাহ আগে কালর্ভাটের ইউ ওয়াল ভেঙে গেলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
চলতি বর্ষা মওসুমে ওই এলাকার পানি চলাচলের একমাত্র পথ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ মিঞাকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নিতে পারেননি। কালভার্টের উইং ওয়াল ভেঙে পড়ায় হাইদগাঁও এলাকার শত শত নারী-পুরুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এলাকার লোকজন হাইদগাঁও ইউনিয়নের উন্নয়ন সমন্বয়কারী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্ত্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার স্বপন তালুকদার জানিয়েছেন, হাইদগাঁও- কেলিশহর সড়কটি অতীব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি দিয়ে হাইদগাঁও, কেলিশহর ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প সাপমারা গুচ্ছ গ্রাম যাওয়ার পথ।
গত এক সপ্তাহ আগে পানির ¯্রােতে কালর্ভাটের ইউ ওয়াল ভেঙে পড়েছে। এর পর থেকে রিক্সা, ভ্যান ছাড়া অন্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। যার কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। গত বছর এই কালভার্টটি ভেঙে গেলে ইউনিয়ন পরিষদের অর্থে সংস্কার করা হয়।