নিয়ন্ত্রিত জীবনযাপনে ক্যান্সার প্রতিরোধ সম্ভব

বিশ্ব ক্যান্সার দিবসে বক্তারা

‘আমি আছি, আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকাল ১০টায় ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা সভা নগরীর আকবরশাহস্থ ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর সভাপতি সাফিয়া বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উৎস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা।
ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উৎস এর ম্যানেজার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) মো. আনোয়ার হোসেন, ডকুমেন্টেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার মো. সুমন সরকার, প্রোগ্রাম অফিসার রিপা পালিত, জ্যেষ্ঠ প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসলিমা আক্তার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইউশরা খান চমক, এইউডিসি এর সহ-সভাপতি আলী আহম্মেদ, অ্যাডুকেশনাল এসিসট্যান্স ফর পারসন্স উইথ ডিজএ্যাবিলিটিস (পিডব্লিউডিস) প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ নাছির, অফিস সহকারী মো. সুলতান, ক্যান্সার সারভাইভার্স ফোরাম এবং অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইউথ ফোরাম এর সদস্য সাজ্জাদ হোসেন, মো. সুমন মিয়া রাফি প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশে ২ লাখ মানুষ নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছে। পরিসংখ্যান মতে বর্তমানে দেশে ২০ লাখ রোগী ক্যান্সারে আক্রান্ত। পুরুষ রোগীদের মধ্য ফুসফুস এবং নারীদের মধ্য স্তন ও জরায়ু ক্যন্সারে আক্রান্তের সংখ্যা বেশি। ওজন নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর খাবার বর্জন, শারীরিক পরিশ্রম করলে এক তৃতীয়াংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার সৃষ্টিকারী বিষয়গুলো এড়িয়ে চললে কিংবা জীবনযাপনের পরিবর্তন ঘটিয়ে ক্যান্সার প্রতিরোধ করা যায়। সভা সঞ্চালনা করেন ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম খান।
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর উদ্যোগে একটি অনলাইন ডায়ালগের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি