নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরছেন সাকিব

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক  »

যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটানোর পর আজ রাতে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে আসার পরপরই টিম হোটেলে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করবেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকা সকল খেলোয়াড় আজ জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। অসিদের বিপক্ষে ঐ সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। যেকোন ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক সিরিজ জয়ে প্রধান ভূমিকা রাখেন সাকিব। ব্যাট-বল, দুই বিভাগেই পারফর্ম করেন তিনি।

দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আইসিসি টি-টুয়েন্টি র্যাংরকিংয়ের শীর্ষে উঠেন সাকিব। বিসিবির এক কর্মকর্তা জানান, শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন সাকিব। ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল এবং তিন দিনের রুম  কোয়ারেন্টাইনের পর অনুশীলন শুরু করবে তারা।আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। পরের চারটি ম্যাচ হবে ৩,৫,৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।