নতুন ঠিকানায় নতুন­­ স্বপ্ন ভূমিহীনদের

মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে গতকাল ভূমিহীন-গৃহহীন পরিবারে মাঝে জমিসহ গৃহ প্রদান প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। বিভিন্ন জেলা, উপজেলা প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কাউখালী

২ শতক জমি, রান্নাঘর, টয়লেট, বারান্দাসহ ২ কক্ষের প্রায় সাড়ে চারশ স্কয়ার ফিটের টিনটেড সেমিপাকা ঘরে স্থায়ীভাবে মাথা গোজার জায়গা পেল কাউখালীর গৃহহীন ৬৯ পরিবার।

নিঃস্ব মানুষগুলো জমি, ঘর দুই পেয়ে আনন্দে আত্মহারা। মাথা গোঁজার জায়গাটুকু পেয়ে আবেগ আপ্লুতও।

রবিবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারে মাঝে জমিসহ গৃহ প্রদান প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এর পরেই কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ হলরুমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪টি ইউনিয়নের ৬৯ জন জনের মাঝে জমির দলিল, ঘরের চাবি ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

কাউখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্বে, সহকারী প্রোগ্রামার, মিনহাজ-ই-মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী ও সুবিধাভোগীগণ।

মহালছড়ি

খাগড়াছড়ির মহালছড়িতে মুজিববর্ষ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠান মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর ইউপি  চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মাইসছড়ি ইউপি  চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা।

আনোয়ারা-কর্ণফুলী

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য নতুন নির্মিত ২৫টি ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আনোয়ারার সুবিধাভোগী ২৫ পরিবারের হাতে দলিল, নামজারী ও গৃহ প্রদানের প্রয়োজনীয় কাগজ বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। অপরদিকে কর্ণফুলী উপজেলা পরিষদে সুবিধাভোগী ৫ পরিবারের হাতে দলিল, নামজারী ও গৃহ প্রদানের প্রয়োজনীয় কাগজ বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, মো. ইয়াছিন হিরু, এম.এ কাইয়ুম শাহ্।

মাটিরাঙ্গা

খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পেল ১৪০ গৃহহীন পরিবার।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই ১৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির দলিল হস্তান্তর করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী।

অনুষ্ঠানে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ও উপকারভোগী মৃদুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, সহকারী পোগ্রামার রাজীব রায় চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি ছাড়াও সরকারী পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও সনদ হস্তান্তর করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা  হলরুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের  মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান মংওয়ালাই মার্মা,পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি খায়রুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, সাংবাদিক মাইনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য আব্দু রশিদ, সদস্য মো. ইউনুছ,  তৈয়ব উল্লাহ প্রমুখ।

বাঁশখালী

বাঁশখালীতে ৪০ ভূমিহীন- গৃহহীন পরিবার  প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি  হয়েছে। গতকাল সকালে ভার্চুয়ালি এসব ঘর ও জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তাঁদের হস্তান্তর  করেছেন ।

এ উপলক্ষে বাঁশখালী উপজেলা অফিসার ক্লাব মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।  আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়–ুয়া, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু ছালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম,  চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জসিম  উদ্দিন প্রমুখ।

দীঘিনালা

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর ২য় পর্যায়ে দীঘিনালায় ১৩৭ পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনের  পরে দীঘিনালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৩৭টি পরিবারের মাঝে দলিল তুলে দেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান প্রমুখ।

রাউজান

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসন ৪৮৮  নব নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করেন। এ উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।

আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, আজাদ হোসেনসহ রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ।

ফটিকছড়ি

ফটিকছড়িতে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৫শ’ ৩০ ভূমি ও গৃহহীন পরিবার। ২০ জুন সকাল ১০টায় গণভবন থেকে উদ্বোধনের পর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সম্মেলন কক্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) দেওয়ান মো. শামছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মুহাম্মদ শাহনেওয়াজ, হারন অর রশিদ ইমন, সোয়েব আল সালেহীন, মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

সৌরভ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পেকুয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১ম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেতাচ্ছেম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া-চকরিয়ার সাংসদ জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা, পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন, মুক্তিযোদ্ধা মো. ছাবের আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছাবের আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সালামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা তপন কান্তি পাল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জয় প্রকাশ চাকমা, পল্লী বিদ্যুৎ ডিজিএম দিপন চৌধুরী,  উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল করিম চৌধুরী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালী ইউপি চেয়ারম্যান মো. ছৈয়দ নুর, টইটং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন ও পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি মো. ইসমাইল সিকদার প্রমুখ।