নগরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

সুপ্রভাত ডেস্ক »

নগরীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি অসতর্কতাবশত ট্রেনে কাটা পড়েছেন নাকি আত্মহত্যা করেছেন সেটি খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। ডবলমুরিং থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। খবর সারাবাংলার।

মৃত পিন্টু দাশ (৪১) নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিপু মারমা বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাওয়া মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেটা দেখে আমরা পরিচয় নিশ্চিত হয়েছি। কিভাবে ট্রেনে কাটা পড়ল সেটা রেলওয়ে পুলিশ তদন্ত করে দেখবে। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, তিনি নিজেই চলন্ত ট্রেনের নিচে লাফ দেন।’

রেলওয়ে পুলিশকে হস্তান্তরের পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এএসআই শিপু মারমা।