ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। দল হারলেও অধিনায়ক হিসেবে নতুন এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৫০০টি চারের মাইলফলক স্পর্শ করেছেন সময়ের সেরা ব্যাটসম্যান। খবর : ডেইলিবাংলাদেশ’র।
এতদিন ৪৯৯টি চার নিয়ে ভারতীয় অধিনায়কদের মাঝে সবার উপরে ছিলেন ধোনি। অজিদের বিপক্ষে ভারতের ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে চার মেরে এমএসডিকে ছাড়িয়ে যান কোহলি। বর্তমানে নামের পাশে ৫০৫ চার নিয়ে বিশ্বের অন্যান্য অধিনায়কদের সঙ্গে তালিকার চারে আছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ৭৯৪টি চার নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন।
তালিকার দুইয়ে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। তার চার সংখ্যা ৬৭০টি। তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। অধিনায়ক হিসেবে ৬৩০টি চার মেরেছেন তিনি।
রোববার আরো দুটি মাইলফলক ছুঁয়েছেন কোহলি। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অজিদের বিপক্ষে ২ হাজার রান করছেন তিনি। এছাড়া অষ্টম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারত অধিনায়ক।