দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

dav

২ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়


 

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :

চন্দনাইশ উপজেলায় দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি টাকা ৩৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার, প্রকৌশলী ইসলাম খান। আইসিটি শিক্ষক আছাদুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোবিন, সাবেক ইউপি সদস্য শাহ আলম, এসএম জামাল উদ্দীন, সমাজ সেবক আব্দুল নবী খান, দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক নবাব আলী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদ টিপু, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়টি নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান জাহান এন্টারপ্রাইজের সত্বাধিকারী লিয়াকত আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য আকতার খান, এমএ হামিদ, পলাশ দত্ত, শিক্ষক আশীষ কুমার চৌধুরী, মফিজুল আলম, আব্দুল করিম প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে সারা দেশে শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে তা অব্যাহত রেখেছেন। শিক্ষার উন্নয়নের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন কলেজ, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে চলেছেন।