দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সুপ্রভাত ডেস্ক »

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৮৮০ জনের মৃত্যু হলো।

প্রাণঘাতি এই ভাইরাসে গত তিন দিন মৃত্যুর সংখ্যা কমলেও বুধবার তা বেড়েছে। ভাইরাসটির কারণে চলতি বছরের জুলাই-আগস্ট দুইমাস টানা শতাধিক মৃত্যু হলেও সেপ্টেম্বর মাসের শুরু থেকে তা কমেছে। একই সময়ে সংক্রমণ কমে ৫ শতাংশের নিচে আসায় এ পরিস্থিতিকে ‘স্বল্প ঝুঁকিপূর্ণ’ বলছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর। গত ৪ সপ্তাহ থেকেই সংক্রমণ হার ৩ শতাংশের নিচে রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।