দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমে আসছে

Close-up as a woman drips buffer solution from a plastic vial onto the lateral flow test device for Covid-19.

সুপ্রভাত ডেস্ক »

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগী আরও কমেছে, একদিনে মৃত্যুর সংখ্যা নেমে এসেছে ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। তারা ৫ জনই ঢাকার বাসিন্দা।