রাউজান : আমাদের রাউজান প্রতিনিধি জানায়,রাউজানের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্য কাজী শিহাবের জন্মদিন উপলক্ষে এলাকার শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গত ২৮ ডিসেম্বর সোমবার সকালে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কার্যলয়ে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক মঈন উদ্দিন জামাল নকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, প্রদীপ শীল, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন জামার চিশতি প্রমুখ।
কাউখালী : আমাদের কাউখালী প্রতিনিধি জানায়, সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী। সোমবার সকালে কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদের পক্ষ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। উপজেলার কাশখালী মাদ্রাসা, ঘিলাছড়ি মাদ্রাসা, মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, ছিদ্দিক-ই-আকবর দাখিল মাদ্রাসা, পোয়াপাড়া গিতা মন্দীর, ডলু শিশু সদন, নাইল্যাছড়ি বাজার মসজিদ হেফজখানা, তাহেরিয়া রশিদিয়া মাদ্রাসা, ফটিকছড়ি শিশু সদন, নাইল্যাছড়ি ইদ্রিসিয়া তালিমুল কোরআন মাদ্রাসাসহ বেতবুনিয়া দুটি মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যন, নিংবাইউ মারমা, কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমূখ।
মহালছড়ি : আমাদের মহালছড়ি প্রতিনিধি জানায়,খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকপন্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের দুস্থ, গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় মহালছড়ির ব্রিজপাড়াতে এ কম্বল বিতরন করা হয়। এ সময় ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা ইউনিট পরিচালক ইতু চাকমা ও এমএন মারমাপন্থী জেএসএস এর খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ সভাপতি সঞ্জীবন চাকমা (সমর), সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমাসহ স্থানীয় গান্যমান্য ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। কম্বল বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মহালছড়ি ইউনিট পরিচালক ইতু চাকমা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক ইউপিডিএফ এর জন্ম হয়। ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রসিত গ্রুপের ইউপিডিএফ এর অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কার্যকলাপ গণতান্ত্রিক ইউপিডিএফ কখনোই বরদাশত করবেনা। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ জনগণকে সাথে নিয়ে যেভাবেই হোক প্রতিহত করবে। তিনি সবশেষে গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রতি আস্থা রেখে সকলকে সহযোগিতা করার আহবান জানান।