দূষণমুক্ত ঢাকাকে নিয়ে বাপ্পার গান

সুপ্রভাত ডেস্ক :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ এখন ঘরবন্দী। রাস্তায় নেই তেমন গাড়ি, কলকারখানাও বন্ধ। সবমিলিয়ে ঢাকা শহর এখন অনেকটাই দূষণমুক্ত। আর এই দূষণমুক্ত ঢাকাকে নিয়ে গান লিখে সুর করেছেন বাপ্পা মজুমদার।
জানা গেছে, বর্তমানে গানটির সংগীতায়োজনের কাজ চলছে। এরই মধ্যে সুর করা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই কণ্ঠ দেবেন বাপ্পা মজুমদার।
গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ঢাকা শহর এখন অনেকটাই দূষণমুক্ত। চারদিকে সবুজের সমারোহ, নির্মল বাতাস বইছে, পাখিরা গাইছে। শহরের এই দৃশ্যগুলো আমাকে ভাবিয়ে তোলে। সেই ভাবনা থেকেই গানটির কথাগুলো লিখেছি।
তিনি আরো বলেন, অন্যান্য গানের চেয়ে এই গানের কথা, সুর, সংগীতায়োজন সব কিছুতেই একটু ভিন্নতা থাকবে। শিগগিরই গানের বাকি কাজ শেষে প্রকাশ করা হবে। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।
খবর : ডেইলিবাংলাদেশ’র।