থানচির দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব

চার দিনে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত চার দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এরা হলেন রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেন থাং পাড়ার কার্বারী মেনথাং ম্রো (৪৯), নারিচা পাড়ার বাসিন্দা লংঞী ম্রো (৪৫), ইয়ং নং পাড়ার বাসিন্দা ক্রাইয়ং ম্রো ৬০ এবং সিং চং পাড়ার বাসিন্দা প্রেনময় ম্রো (১১)। এছাড়া আক্রান্ত হয়েছে চার পাড়ার ৬০ জনের অধিক বাসিন্দা।
জানা গেছে, শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ায় দূষিত পানি পান করায় রেমাক্রি ইউনিয়নে দুর্গম মেন থাং পাড়া, নারিচা পাড়া, ইয়ং নং পাড়া ও সিং চং পাড়ায় অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। দুর্গম এলাকা হওয়াই ওষুধ ও খাবার স্যালাইনের অভাবে আক্রান্তের অনেকে মারা যাচ্ছে।
এ বিষয়ে রেমাক্রি ইউরিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা জানান, বৃষ্টির কারণে ঝিরি-ঝর্ণা-খাল থেকে দূষিত পানি পান করায় ডায়রিয়া ছড়াচ্ছে। এ পর্যন্ত চারটি পাড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত ওষুধ, খাওয়ার স্যালাইন ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্য ডায়রিয়া নিয়ন্ত্রণে আসতে পারে।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, থানচির দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পেয়েছি।এ এলাকায় পর্যাপ্ত ওষুধ, খাওয়ার স্যালাইন ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। এলাকা দুর্গম হওয়াতে যাতায়াত ব্যবস্থা না থাকায় হাসপাতালে এনে চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। মূলত এ সময়ে পাহাড়ে ঝিরি-ঝর্ণার পানি দূষিত হওয়াই ওই পানি পান করে পাড়ার মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে।