সংবাদদাতা, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, ১০ জুন ভোররাত সোয়া ৩টারদিকে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প (সিপিস-১) এর একটি আভিযানিক দল অস্ত্রধারী ও মাদক কারবারী অবস্থানের সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পশ্চিম জুম্মা পাড়ায় অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পশ্চিম গাজী পাড়ার এজাহার মিয়ার পুত্র মমতাজ মিয়া (৪৬) কে আটক করে। এরপর তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ১টি দেশীয় তৈরী টুটু রাইফেল, ১টি ওয়ান শুটার গান ও ৯ হাজার ৭শ ২০ ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।