জ্বলে গেছে নতুন টিউব

চমেক হাসপাতালে সিটি স্ক্যান মেশিন

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৪০ লাখ টাকার বেশি দামে কেনা সিটি স্ক্যানের নতুন টিউব জ্বলে গেছে। ফলে বন্ধ রয়েছে সেবা। বাড়তি টাকা খরচ করে বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে রোগীদের।

সিটি স্ক্যানের টিউব জ্বলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন সরবরাহকারী প্রতিষ্ঠান মেডিটেল প্রাইভেট কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী।

তিনি বলেন, চলতি বছরে ৩ বার মেশিনটি বন্ধ হয়ে যায়। প্রথমবার চলতি বছরের ৬ জুন মেশিনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ২৩ জুন মেশিনটি সচল হয়। কিন্ত কয়েক দিন না যেতেই ৪ আগস্ট তা আবার বন্ধ হয়ে যায়। এরপর টানা ২ মাস বন্ধ থাকার পর ৩০ সেপ্টেম্বর সচল হয়। কিন্ত এবার এক মাস না যেতেই ২৪ অক্টোবর ফের সেবা বন্ধ রয়েছে।

কেন অচল হয়েছে এমন প্রশ্নে তিনি আরও বলেন, মেশিনটির আর্থিং কেবল চুরি হওয়ায় অতিরিক্ত ভোল্টেজের জন্য টিউবটি জ্বলে গেছে।

হাসপাতালে দেড় বছর ধরে অচল পড়ে রয়েছে এমআরআই, একই সাথে ম্যামোগ্রাফি, ক্যাথল্যাবসহ ডজন খানেক মেশিন অচল রয়েছে। ‘আর্থিং ক্যাবল’ চুরি হয়ে যাওয়ার পর এবার এ ঘটনা ঘটলো।