নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ প্রকল্পে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা উম্মে তাহিরা মুনমুন। বুধবার জেলা পরিষদ মিলনায়তনে সমাজ উন্নয়নে অসমান্য অবদানের জন্য এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে তার হাতে শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার তুলে দেন সাংসদ কানিজ ফাতেমা আহমদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন।বাংলাদেশ সরকার পরিচালিত শ্রেষ্ঠ জয়িতা নির্বাচনে প্রথমে ইউনিয়নের গ-ি পেরিয়ে উম্মে তাহিরা পাড়ি জমান উপজেলার লড়াইয়ে। সেখানে চকরিয়া উপজেলার ১৯ ইউনিয়নের শ্রেষ্ঠ জয়িতার মধ্যে উপজেলার সেরা জয়িতা তিনি। সুযোগ মিলে জেলা পর্যায়ে প্রতিযোগিতার। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আট উপজেলার সাথে যোগ দেয় কক্সবাজার পৌরসভাও। সেখানেও সবাইকে পেছনে ফেলে জেলার সেরা জয়িতার মুকুট ছিনিয়ে নেন তিনি।অভিব্যক্তি প্রকাশ করে মুনমুন বলেন, ‘কখনো এতোবড় স্বীকৃতি পাব স্বপ্নেও ভাবিনি। প্রথমে ইউনিয়ন পর্যায়ে লড়ার জন্য ফরম নিয়ে আসে। সেখানে সেরা হওয়ার পর আমার সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। আজ আমি জেলার সেরা জয়িতা। তাতে করে সমাজের নারীদের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল।’
























































