জনসংযোগ ছাড়া বিশ্বে কোনোকিছু পূর্ণতা পায় না

জনসংযোগ সমিতি চট্টগ্রাম এর প্রীতি সম্মেলন

গান, কবিতা আর আড্ডায় জনসংযোগ সমিতি, চট্টগ্রাম-এর প্রীতি সম্মিলন শেষ হয়েছে। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানসূচির প্রথমেই ছিল মধ্যাহ্নভোজ আর পরিচিতিপর্ব। সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী সংগঠনের ভবিষ্যৎ পরি
মুঠোফোনে প্রীতি সম্মিলনের উদ্বোধনী ভাষণ দেন সমিতির সভাপতি কবি ও নাট্যজন অভীক ওসমান।
এ সময় তিনি বলেন, একবিংশ শতাব্দী হলো তথ্য ও যোগাযোগ প্রয্ুিক্তর যুগ। তথ্য ছাড়া এখন পৃথিবী অচল। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে সারা পৃথিবীতে জনসংযোগ অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। জনসংযোগ ছাড়া বর্তমান বিশে^ কোনোকিছু পূর্ণতা পায় না উল্লেখ করে অভীক ওসমান বলেন, পেশাগত কারণে জনসংযোগ পেশাজীবীরাও সমাজে গুরুত্ব পাচ্ছেন। ফয়’স লেকের লেক ভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইউসুফ মুহাম্মদ। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রকাশনা বিভাগের প্রধান কবি খালেদ হামিদী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র জনসংযোগ কর্মকর্তা মোকাম্মেল হক খান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর ম্যানেজার (পিআর) জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কেক কাটা ও পায়রা উড়িয়ে প্রীতি সম্মিলনের উদ্বোধন। কেক কেটে সম্মিলনের উদ্বোধন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দীন জুয়েল। বিজ্ঞপ্তি