চকরিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে চকরিয়া পৌর এলাকার অচ্ছ্বল ৫০জন প্রতিবন্ধী নারী-পুরুষকে এবার শীতের কম্বল উপহার দিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। গত সোমবার দুপুরে চকরিয়া পৌরসভা মিলনায়তনে এনজিও সংস্থা সার্ভ বাংলাদেশের আহবানে এসব প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন পৌর মেয়র। চকরিয়া পৌরসভা মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, এনজিও সংস্থা সার্ভ বাংলাদেশের কর্মকর্তা ইয়াছমিন আক্তার, চকরিয়া পৌরসভার কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর রেজাউল করিম, কাউন্সিলর জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ আমান। উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সার্ভ বাংলাদেশের প্রতিনিধি, উপকারভোগী প্রতিবন্ধী নারী-পুরুষ ও সুধীজন। চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, শীতের সময়ে শ্রমজীবি পরিবারগুলো বেশি দুর্ভোগে থাকে। বিষয়টি আমাকে বিশেষভাবে তাঁড়া দিয়েছে। তাই জনগনের সেবক হিসেবে শ্রমজীবি শীতার্ত মানুষ এবং সমাজের অচ্ছ্বল প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে একটি করে কম্বল তুলে দিয়েছি। মেয়র আলমগীর চৌধুরী বলেন, জনপ্রতিনিধিদের কাজ হলো জনগনের সেবা করা। শীতের দিনে সবার হাতে একটি করে কম্বল দিয়ে আমি শ্রমজীবি মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি।
তাতে আমিও খুশি। নির্বাচিত হবার পর থেকে আমি চেষ্টা করেছি, সবসময় জনগনের জন্য আমরা সেবার দরজা খোলা রাখতে। জনগনকে কাঙ্খিত সেবা দিতে। আগামীতেও আমরা প্রচেষ্ঠা সর্বসাধারণের জন্য অব্যাহত থাকবে।