চমেক-জেনারেল হাসপাতালে সুরক্ষাসামগ্রী উপহার

করোনাকালে চিকিৎসাকেন্দ্রগুলোতে কর্মরতদের জন্য সুরক্ষা সরঞ্জামের চাহিদা অনেক গুণ বেড়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় গুণগতমানের সুরক্ষা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে নেই সরকারি হাসপাতালগুলোতে। বর্তমানে করোনার প্রকোপে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে জরুরি সুরক্ষা সরঞ্জাম নিয়ে এগিয়ে এসেছে
বিকন (বাংলাদেশ ইমারজেন্সি অ্যাকশন এগেইনস্ট কোভিড-১৯), রাইজ আপ ও টিম চিটাগং এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউ কর্তৃপক্ষের হাতে বিপুল সংখ্যক জরুরি সুরক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়।
সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রবের উপস্থিতিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসব সামগ্রী গ্রহণ করেন ডা. অনুরাভা চৌধুরী এবং ডা. রাজদীব দাশ। হস্তান্তর করেন টিম চিটাগাং এর প্রতিষ্ঠাতা ইমতিয়াজ উদ্দিন জিহাদ এবং সহ-প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ কায়সার।
এর আগে বুধবার একই ধরনের সামগ্রী উপহার দেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এর ডিরেক্টর এস এম হুমায়ুন কবির এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন। বিজ্ঞপ্তি