নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ মুহাম্মদ ফারুক বাহাদুরের নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
গতকাল ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় মেয়র প্রার্থীর বাসভবনে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল হাকিম, পীরজাদা খাজা মোবারক আলী, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা সোহাইল উদ্দীন আনসারি,আবু জাফর, মুহাম্মদ মারুফ রেজা, রিদুয়ান সাজ্জাদ, মুহাম্মদ এহসান,মোহাম্মদ এনামুল হক, হাসান মুরাদ পারভেজ, মাওলানা ফরহাদ উদ্দীন, আইয়ুব আলী, মুহাম্মদ সায়েম উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের মতের প্রতিফলন ঘটাতে লেভেল প্লেয়িং, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সাধারণ ভোটারের নিরাপত্তা প্রদান সময়ের দাবি।
মেয়র প্রার্থীর পক্ষে ইশতেহার পাঠ করেন প্রধান নির্বাচনি এজেন্ট মুহাম্মদ আবদুল হাকিম। মেয়র প্রার্থী ফারুক বাহাদুর বলেন, আমাকে নির্বাচিত করলে শতভাগ সততার সাথে পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব।