সংবাদদাতা, চন্দনাইশ :
চন্দনাইশ উপজেলায় ভিক্ষুক পুনবার্সন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে ২৫ মহিলাকে সেলাই মেশিন ও ৫ পুরুষকে ভ্যানগাড়িসহ মোট ৩০ ভিক্ষুককে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা ছালেহ আহমেদ, সহ পল্লী উন্নয়ন কর্মকর্তা আসিফুজ্জামান, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন প্রমুখ।






















































