নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যের আলোকে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চন্দনাইশে বাংলাদেশ নিরাপদ খাদ্য আয়োজিত, উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন খাদ্যসামগ্রী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গত বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার-২০২১ এক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা মো.সোলাইমান ফারুকী, ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা রানী, চন্দনাইশ থানার এসআই মাজহারুল হক, উপজেলা ক্যাব সভাপতি ও এনজিও সমন্বয়কারী মো. নুরুল হক চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলার আহবায়ক ও চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, সাংবাদিক যথাক্রমে আবু তালেব আনচারী, আবু তোরাব চৌধুরী , মো. কমরুদ্দিন, ছৈয়দ শিবলী ছাদেক কফিল, সৈকত দাশ ইমন, শাহাদাত হোসেন, এমএ হামিদ,মো. আজিমুশ শানুল হক দস্তগীর, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মাইনুদ্দীন, হাজি শহীদুল ইসলাম, মো. আরফাত হোসেন ও মোরশেদুল আলমসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
গ্রাম