চট্টগ্রামে একজনের মৃত্যুর দিনে করোনা শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ

HOUSTON, TEXAS - AUGUST 13: Genview Diagnosis medical assistant Keitia Perez administers a COVID-19 sampling test at Foxconn Assembly on August 13, 2021 in Houston, Texas. Across the Houston metropolitan area, testing has significantly increased as the Delta variant overwhelms hospitals, and schools and business's continue to reopen. Houston has seen an upward increase of Delta infections, and research is showing the Delta variant to be 60% more contagious than its predecessor the Alpha variant, also known as COVID-19. (Photo by Brandon Bell/Getty Images)

নিজস্ব প্রতিবেদক »

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে উপজেলায় একজনের মৃত্যুর দিনে জেলায় শনাক্ত ৩৯৭ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ২৫ শতাংশ।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ২৬৩ জন এবং উপজেলার ১৩৪ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৯০ হাজার ২৫৫ জন এবং উপজেলার ৩৩ হাজার ৭১৮ জন।

করোনা আক্রান্ত হয়ে উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৩৬০ জনে। এদের মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৬ জন।

গত ২৪ ঘণ্টায় বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

এছাড়া, ১২৬ জনের এন্টিজেন পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৪ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জন, ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৩৩ জনের  নমুনা পরীক্ষায় ৭ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।