গ্রিনিজ-গেইলের পাশে হোপ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬৪ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। এটি নিয়ে আন্তজার্তিক ক্রিকেটে টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন তিনি। আগের পাঁচ ইনিংসে তার রান ছিলো- ১১৫, ৫১, ৭২, ১১০ ও ৮৪। টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক খেলোয়াড় গর্ডন গ্রিনিজ ও ক্রিস গেইলের মাইলফলক স্পর্শ করেছেন হোপ।
টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাবেক কোচ গ্রিনিজ ও গেইল। ১৯৭৯ সালে গ্রিনিজ ও ২০১৮ সালে টানা ছয় ইনিংসে অর্ধশতক করেছিলেন তারা।
এছাড়া বিশ্ব ক্রিকেটে টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের এন্ড্রু জোন্স, কেন উইলিয়ামসন, রস টেইলর, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
টানা নয় ইনিংসে হাফ সেঞ্চুরি সবার উপরে আছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে হাফ সেঞ্চুরি করে এই বিশ্ব রেকর্ডের মালিক তিনি। খবর : ডেইলিবাংলাদেশ’র।