গোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ডে ভিবিডি’র মশক নিধন কর্মসূচি

নগরে শহরে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। ফলে নানাবিধ মশাবাহিত রোগ দেখা দিচ্ছে। মশা থেকে রক্ষা পাবার জন্য নগরবাসীর চেষ্টার শেষ নেই। পরিবেশের জন্য ক্ষতিকর কয়েল ও অ্যারোসোল ব্যবহারেও মুক্তি মিলছে না। এর জন্য অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতাকেই দায়ী করছেন অনেকেই। আসন্ন বর্ষা মৌসুমে এ সমস্যা আরো প্রকট হবে বলে মনে করা হচ্ছে।

নগরবাসীকে মশা থেকে নিস্তার দেয়ার লক্ষ্যে গতকাল ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ-চট্টগ্রাম জেলা’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে (নিমতলা-গোসাইলডাঙ্গা) ‘মশক নিধন কর্মসূচি’ পর্ব -৩ শেষ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রায় ৭০ জন ভলান্টিয়ার ৬টি দলে ভাগ হয়ে এলাকার নালা নর্দমায় বদ্ধ পানিতে লার্ভাসাইট ছিটায় এবং এলাকাবাসীকে বাড়ির আশপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করে। এই কর্মসূচির দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমানত উল্লাহ রোকন। আর সামগ্রিকভাবে সহায়তা করেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোর্শেদ আলি। বিজ্ঞপ্তি