উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেয়ায় সুনামগঞ্জে হামলা

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, বাকলিয়া থানাধীন ওয়ার্ডসমূহের উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার নগরীর কালামিয়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধন বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ঈসমাইল উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিসবাহ উদ্দিন বাপ্পীর সঞ্চালনায় অনু্ষ্িঠত হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি।

নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম। নগর যুবলীগ নেতা এস এম মবিনুল হক মনিরাজ, নগর যুবলীগ নেতা আব্দুল্লাহ তানিম চৌধুরী, জয় শংকর সরকার, ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, সহ-সভাপতি ওয়াহেদ মিজান, সম্পাদক ম-লীর সদস্য মুহাম্মদ সাজ্জাদ হোসাইন বাপ্পী, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ আমজাদ হোসাইন, ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইনজামুল হক ইমু, ঐশিক পাল জিতু, সাফায়াত নেওয়াজ রোকন, মিজানুর রহমান মিনহাজ, ইয়াসির আরাফাত মুন্না, শহিদ চৌধুরী বাচ্চু, রায়েজ খান, আল আমিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, হারুন-অর রশীদ হৃদয়, তৌহিদুল হক কায়ছার।

মানববন্ধনে নূরুল আজিম রনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশে নতুন করে সাম্প্রদায়িক শক্তির উত্তান হয়েছে। সুনামগঞ্জের সাম্প্রদায়িক হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। মুজিব ভাস্কর্য নিয়ে যারা রাস্তা গরম করেছিল, যারা মুজিবের ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সেই বাবুনগরী কিংবা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলেও গ্রেফতার করা হয়নি। কিন্তু মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে সুনামগঞ্জের এক হিন্দু যুবককে আটক করা হয়েছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে এভাবে প্রশ্রয় দেওয়ার কারণে সুনামগঞ্জে হামলা হয়েছে।

এসময় তিনি বলেন, মামুনুল হক তার এক বক্তব্যে বলেছেন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের পর লাশ পড়বে। গতকাল বায়তুল মোকাররম মসজিদের সামনে একজন বক্তব্যে বলেছেন ‘আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান’ কিন্তু দুঃখের বিষয় তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি।

রনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রীকে সামনে রেখে কোন বিদেশি রাষ্ট্রীয় অতিথিকে ঠেকানোর নামে যদি কোন বিশৃংঙ্খলা তৈরি হয় তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ১৭ ওয়ার্ড ছাত্রলীগ নেতা তানভীর মেহেদী মাসুদ, বাবু চৌধুরী,জয় সেন গুপ্ত, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা আরমান সাকিব, ইমরান ইমন, বোরহান ফরহাদ, মাসুদ অভি, বাকলিয়া শহীদ এন এম জে কলেজ ছাত্রলীগ নেতা রিপন, মুহাম্মদ বশির, মুহাম্মদ শফিক, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ নেতা সাইমন, সাকিব ইমতিয়াজ, জিয়াউল, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল সুলতান, আশরাফ অভিসহ প্রমুখ। বিজ্ঞপ্তি