গালে চড় খেলেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

সুপ্রভাত ডেস্ক

প্রেসিডেন্টকে চড় মারার সময় আক্রমণকারী ওই ব্যক্তি ‘মাখোঁবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেন

চড় খাওয়ার আগে দক্ষিণপূর্ব ফ্রান্সের একটি হোটেল স্কুল পরিদর্শন করেন মাখোঁ। ছবি: ইপিএ

দক্ষিণপূর্ব ফ্রান্সে আনুষ্ঠানিক সফরকালে চড় পড়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর গালে! সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও’তে দেখা যায়, নিরাপত্তা বেষ্টনীর ওপাশে উপস্থিত জনতার দিকে তিনি হেঁটে গেলে তাদেরই একজন মাখোঁকে সজোরে চড় মেরেছেন।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ভ্যালেন্স শহরে। এসময় প্রেসিডেন্টকে তার দেহরক্ষীরা সরিয়ে নেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথাও জানা যায় ফরাসী গণমাধ্যম সূত্রে।

প্রেসিডেন্টকে চড় মারার সময় আক্রমণকারী ওই ব্যক্তি ‘মাখোঁবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেন। তাছাড়া, ফরাসী রাজতন্ত্রকালের রণ-হুঙ্কার ‘মুঁজুঁয়া সান ডেনি’ উচ্চারণ করেন ওই ব্যক্তি। প্রাচীন যুগের ফরাসী রাজা শার্লামেনের রণ-ধ্বজায় এ স্লোগানটি থাকতো।

ভিডিওতে কিছুক্ষণ পর আবারও উপস্থিত জনতার কাছে মাখোঁকে ফিরে আসতে দেখা যায়, এবং তিনি আবারও সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতিকে চড় মারার পেছনে উক্ত ব্যক্তির উদেশ্য এখনও জানা যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ফরাসী ‘জঁন্দারমারি’ বা সামরিক পুলিশ।

চড় মারার পরপরই ভ্যালেন্সের রাস্তায় বাহিনীটির সদস্যদের উপস্থিতি জোরদার করা হয় বলে একজন ফরাসী সাংবাদিক টুইটারে জানান।