করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ সভায় ডা. শাহাদাত
‘আজ দেশের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানবাধিকার নেই। দেশকে স্বাধীনতা করার জন্য যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা। দুর্ভাগ্য তাদের সেই স্বপ্ন বাংলাদেশে এখনো পূরণ হয়নি। স্বাধীনতার মূল যে চেতনা ছিলো গণতান্ত্রিক, তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রহীন আজকের বাংলাদেশে গভীর সংকট দেখা দিয়েছে। বর্তমান অগণতান্ত্রিক সরকার মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। দেশের সর্বত্র আইন শৃঙ্খলার অবনতি, গুম, খুন, সরকারি দলের ক্যাডারদের অব্যাহত সন্ত্রাসে জনজীবন অতিষ্ঠ।’
শুক্রবার সন্ধ্যায় কালামিয়া বাজার ইপিক টাওয়ারের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন উপরোক্ত বক্তব্য রাখেন।
ডা. শাহাদাত হোসেন আরা বলেন, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। প্রতিটা পণ্যের দাম চারগুণ, পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। লুটপাটের জন্য তারা সিন্ডিকেট তৈরি করেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তাই এ থেকে মুক্তি লাভের জন্য যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, নগর বিএনপির সহ-সম্পাদক মো. শাহজাহান, হাসেম সওদাগর, আলমগীর নুর, সদস্য আলী ইউসুফ, আব্দু সবুর, মুহাম্মদ ইউসুফ, বাকলিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, মুজিবুর রহমান, মহিলা দল নেত্রী কামরুন নাহার, মনোয়ারা মনু, কোহিনুর বেগম, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, যুবদল নেতা মোহাম্মদ মুচা, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইউনুস, ছাত্রদল নেতা গাজী মো. শওকত, অ্যাডভোকেট শাহেদ, সাজ্জাদ, মাহবুব, মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ । বিজ্ঞপ্তি