কায়সার-মান্নান-দানুর স্মরণসভায় মাহতাব উদ্দিন : প্রয়াত নেতাদের আদর্শ ধারণ করতে হবে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা আতাউর রহমান কায়সার, একাত্তরের মুক্তিযুদ্ধে বিএলএফ পূর্বাঞ্চলীয় কামান্ডের ডেপুটি কমান্ডার নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা এম এ মান্নান, একাত্তরের মুক্তিযুদ্ধে পূর্বাঞ্চলীয় কামান্ডের গ্রুপ কমান্ডার নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানুর স্মরণে এক সভা গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় চকবাজার পৌরবাণিজ্য বিতান চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইউনুস এর পবিত্র কোরান তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, অতিথি ছিলেন নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান, থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সাবেক মহিলা কাউনসিলর আঞ্জুমান আরা বেগম, বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চু, চন্দনপুরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল মাসুদ, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সেলিম রহমান, চকবাজার ওয়ার্ড যুবলীগ সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক কাজলপ্রিয় বড়–য়া, মোস্তাক আহমদ টিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ ও মুজিব ইমরান বিপ্লব, ওয়ার্ড যুবলীগের মো. মহিউদ্দিন, কায়সার আহমদ, থানা ছাত্রলীগের মুজিবুর রহমান রাসেল প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, প্রয়াত নেতাদের নীতি-আদর্শ ধারণ করে রাজনীতি করলে সাধারণ মানুষের হৃদয়ে প্রয়াত নেতাদের মতো আজীবন স্মরণীয় হয়ে থাকা যায়। তাই তাদের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত দেশে পরিণত করতে হবে। বিজ্ঞপ্তি