নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :
সুরক্ষাসামগ্রী হ্যান্ডস্যানিটাইজার ঘিরে তৎপর হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীরা। অলি-গলি মাড়িয়ে কসমেটিকস, লাইব্রেরী দোকানে হারহামেশাই মিলছে নকল হ্যান্ড স্যানিটাইজার।
বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। অভিযানে একটি কসমেটিকস দোকানে নকল হ্যান্ডস্যানিটাইজার বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় নকল করোনা ভাইরাস সুরক্ষাসামগ্রী। অভিযানের খবর পেয়ে বাকি দোকানিরা সটকে পড়েন।
জানতে চাইলে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন সুপ্রভাতকে বলেন, হ্যান্ডস্যানিটাইজারের গায়ে ১১০ টাকা দাম উল্লেখ থাকলেও ক্রেতাদের বোকা বানিয়ে ৮০ টাকায় বিক্রি করছে। পরে খোঁজ নিয়ে জানলাম নকল হওয়াতে এসব সুরক্ষাসামগ্রী এভাবে বিক্রি করে দিচ্ছে দোকানিরা।