কর আদায় নিয়মিত হলে উন্নয়ন ত্বরান্বিত হবে : সুজন

নগরীর হালিশহরস্থ সিএসডি খাদ্য গুদাম ও দেওয়ানহাটস্থ খাদ্য গুদামের গৃহকর বাবদ ৮৩ লাখ ৮ হাজার ৬৫০ টাকা পরিশোধ করা হয়েছে। গতকাল সকালে টাইগারপাসস্থ প্রশাসক দপ্তরে চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলমের মাধ্যমে চেক দু’টি গ্রহণ করেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
এ সময় চেক গ্রহণ করে প্রশাসক বলেন, গৃহকরের উপর সিটি করপোরেশনের সেবা কার্যক্রম পরিচালিত হয়। চসিকের এই আয়ের উৎস ঠিক রাখার দায় দায়িত্ব প্রত্যেকেরই। তাই কর আদায় ও পরিশোধ নিয়মিত থাকলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, কর কর্মকর্তা মো. জসিমউদ্দিন চৌধুরী, হালিশহর সিএসডি গুদামের ব্যবস্থাপক হোয়াই হো মারমা, সহ-ব্যবস্থাপক মো. সাইফুল আলম ও দেওয়ানহাট গুদামের ব্যবস্থাপক চন্দ্র শেখর মল্লিক। বিজ্ঞপ্তি