করোনাভাইরাস : বিশ্বে প্রাণ হারিয়েঝেন ৪ লাখ ৬ হাজার, বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে

সুপ্রভাত ডেস্ক :

 করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৩১ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ৭৩০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪০ হাজার ৯২০ জন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৩৬৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ৩৬ হাজার ৪৫৫ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৯৫২ জন। যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০ হাজার ৬২৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৬২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৯ জন। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ৫ হাজার ৮৫১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২৭২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৫৫০ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯৮ জন, মারা গেছেন ৩৩ হাজার ৮৯৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৩৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ১০২ জন, মারা গেছেন ২৯ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯৬১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৭৫০ জন, মারা গেছেন ৮ হাজার ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২২৪ জন। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৯ জন, মারা গেছেন ৮ হাজার ২৮১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৩২ জন, মারা গেছেন ৪ হাজার ৬৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন, মারা গেছেন ৭ হাজার ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৪৮ জন। ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৯১ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪৩৪ জন।