কক্সবাজারে শীর্ষ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :  

দুদকের হাতে গ্রেফতার কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার শীর্ষ দালাল সেলিম উল্লাহকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।এর আগে তার অফিসেই তাকে প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।  বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের লাল দিঘির পাড়স্থ হোটেল ইডেন গার্ডেনের নিজস্ব অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। ৯৩ লাখ ঘুষের টাকাসহ সার্ভেয়ার ওয়াসিম আটকের ঘটনায় দায়ের করা দুদকের মামলায় সেলিম উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। আটক সেলিম উল্লাহ মহেশখালী উপজেলার শাপলাপুরের কায়দাবাদ এলাকার হাবিবুর রহমানের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।

অভিযানে সেলিম উল্লাহর অফিস থেকে ৬২ লাখ ৬২ হাজার টাকার ৩৪টি মুল চেক ও ঘুষ লেনদেন হিসাবের ৮/১০টি ডায়রি ও বিপুল পরিমাণ ক্ষতিপূরনের আবেদনের ফাইল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা দুদক কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন জানান, র‌্যাবের অভিযানে ৯৩ লাখ ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটকের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় দীর্ঘ তদন্ত করা হয়েছে। তদন্তে জমি অধিগ্রহণে ঘুষ লেনদেনে সেলিম উল্লাহর জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেই প্রমাণের ভিত্তিতে ওই মামলায় তাকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।