নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
করোনায় আক্রান্তের চার দিন পর কক্সবাজার দড়্গিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জের লিংক বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সোফিউর রহমান মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিট কর্মকর্তা মো. সোফিউর রহমানের মৃত্যুর খবরটি জানিয়েছেন কক্সবাজার দড়্গিণ বনবিভাগের প্রধান কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি জানান, সোফিউর রহমান ৪ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ২ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
				






















































