ওড়িশি নৃত্য উৎসবে যাচ্ছেন চট্টগ্রামের নৃত্যশিল্পী প্রিয়াংকা

১৪তম বিশ্ব ওড়িশি নৃত্য উৎসবে অংশগ্রহণ করতে ভারতের উড়িষ্যা যাচ্ছেন চট্টগ্রামের নৃত্যশিল্পী ও নৃত্যরূপ একাডেমির পরিচালক প্রিয়াংকা বড়ুয়া। আগামী ১৮-২০ ডিসেম্বর পর্যন্ত উড়িষ্যার ভুবনেশ্বরের গুরু কেলুচরণ মহাপাত্র ওআরসি অডিটোরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, সিঙ্গাপুর, পোলান্ড, ইউক্রেন এর নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।

উৎসবের দ্বিতীয় দিন প্রিয়াংকা বড়ুয়া ওড়িশি নৃত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ‘মোক্ষ’ পরিবেশন করবেন। তিনি বিগত এক যুগ ধরে ওড়িশি নৃত্যের চর্চা করে চলেছেন। বাংলাদেশের প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী এবং চট্টগ্রামের প্রখ্যাত ওড়িশি নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিচালক প্রমা অবন্তীর কাছে ওড়িশি নৃত্যে তার হাতেখড়ি হয়।

বর্তমানে তিনি প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী আইসিসিআর স্কলার বেনজীর সালামের নিকট ওড়িশির বিভিন্ন অনুষঙ্গে তামিল নিচ্ছেন। ইতোপূর্বে ২০২১ সালে প্রিয়াংকা বড়ুয়া ভার্চুয়ালি বিশ্ব ওড়িশি উৎসবে অংশগ্রহণ করেছিলেন। বিজ্ঞপ্তি