ধুম সেতু
রাজু কুমার দে, মিরসরাই :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়ন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নকে মিলিত করতে নির্মিত হতে যাচ্ছে ধুম সেতু। গত বুধবার সকালে সেতুটির কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। ‘ধুম সেতু’ নামের ওই সেতু নির্মাণের উদ্যোগের ফলে নদীর দু’পাড়ের মানুষের যোগাযোগে এক নতুন মাত্রা সূচিত হতে যাচ্ছে। ২শ৫২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে খরচ পড়বে প্রায় ৩০ কোটি টাকা। এ নিয়ে দু’পাড়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। মিরসরাই উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ ফেনী নদীর উপর এই জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণের দাবি উঠে ছিল। অবশেষে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২শ৫২ মিটারের সেতুটি নির্মাণ করতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এটির নির্মাণ কাজ শুরু হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। এটি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা এন্টার প্রাইজ ও হক ট্রেডার্স জেবি। কার্যাদেশ অনুযায়ী এটির কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৩২ মাস। অর্থ্যাৎ আগামী ২০২২ সালের অক্টোবর মাসে এটি যানবাহন ও সাধারণ মানুষের পারাপারের জন্য খুলে দেয়া হবে।এবিষয়ে ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে ফেনী নদীর উপর ধুম সেতু নির্মাণ হতে যাচ্ছে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দুই পাড়ের মানুষের মিলন মেলা হবে। উপজেলা প্রকৌশলি কামরুজ্জামান বলেন, সেতুটি নির্মাণ হলে দু’পাড়ের মানুষের মাঝে মেলবন্ধন সৃষ্টি হবে। সূচনা হবে অর্থনৈতিক অগ্রগতির। এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘এক সময় আমরা দেখতাম ফেনী নদীর ওপারের আলকদিয়া গ্রামের মানুষ অনেক কষ্টে নদী পার হতো। আশা করছি মানুষের এতদিনের কষ্ট দূর হবে।