‘উন্নত বাংলাদেশ গঠনে রোভার স্কাউটদের ভূমিকা অপরিহার্য’

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্লাস্টিক টাইড টার্নার ব্যাজের জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি স্কাউটার মো. রুহুল আমিন খাঁন এলটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আ খ ম জামশেদ খন্দকার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দীন খাঁন। জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন এএলটির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম। বক্তব্য রাখেন জেলা রোভারের গ্রুপ সভাপতি প্রতিনিধি অধ্যক্ষ মো. আবু তৈয়ব, কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, এলটি প্রতিনিধি স্কাউটার মো. আফজর রহমান, সহকারী কমিশনার অধ্যাপক মো. নোমান, অধ্যাপক আবদুল হান্নান শিকদার, অধ্যাপক মো. ইকবাল হোসেন, এস এম হাবিব উল্লাহ, জামাল উদ্দীন হায়দার, স্কাউটার ফজিলাতুন্নিছা ডলি, এমরান বাহাদুর, মো. রফিক, নাজনীন সুলতানা, মো. ইলিয়াছ, তাহমিনা ইয়াছমিন নুর, স্কাউটার এন এম রহমতুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, রোভারদের স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্নের মাধ্যমে আগামীর উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ভিশন ২০৪১ বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন উন্নত বাংলাদেশ গঠনে রোভার স্কাউটদের ভূমিকা অপরিহার্য। পরে তিনি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী রোভারদের পুরস্কার প্রদান করেন। বিজ্ঞপ্তি