ঈদের আগেই ক্রিকেটে ফিরতে পারেন তামিম-মুশফিকরা

Bangladesh's cricketers warm up during a training session ahead of the first Test match between India and Bangladesh at Holkar Cricket Stadium in Indore on November 13, 2019. (Photo by Indranil MUKHERJEE / AFP) / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

 

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, ক্রিকেটারদের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে তারা। এজন্য দেশের আটটি ভেন্যু প্রস্তুত রাখা হচ্ছে। সবকিছু প্রস্তুত হলেও ক্রিকেটারদের ফেরার দিন-তারিখ ঠিক করতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। তবে বর্তমান পরিস্থিতি থেকে ‘একটু উন্নতি’ হলেই তারা মাঠে ফেরাবে ক্রিকেটারদের। আর সেটা হতে পারে কোরবানি ঈদের আগেই।

গত কয়েকদিন সংক্রমণ ও মৃত্যুহার কমার দিকে। আরও কিছুদিন এই গ্রাফ চলমান থাকলে ক্রিকেটারদের মাঠে ফেরাতে আপত্তি নেই বিসিবির। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আরও কিছুদিন দেখতে চাইছি। যেভাবে মৃত্যুহার ও সংক্রমণ কমছে, তাতে করে আমরা আশাবাদী হয়ে উঠছে। আগামী কিছুদিন এভাবে চলতে থাকলে ঈদের আগেই ক্রিকেটারদের মাঠে ফেরাবো।’

সেই ‘কিছুদিন’ কবে নাগাদ হতে পারে- এমন প্রশ্নে আকরাম বললেন, ‘আরও দুই সপ্তাহ আমরা অপেক্ষা করতে চাই। তখন হয়তো ঈদ চলে আসবে। তারপরও আমরা স্বল্প পরিসরে অনুশীলন শুরু করব। ঈদের পর সারাদেশে অনুশীলন করব আমরা।’

ফেরার অংশ হিসেবে প্রধান ভেন্যুগুলো- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম প্রস্তুতিতে কাজ করছে বিসিবি।

প্রতিটি ভেন্যুতে পিচ, আউটফিল্ড ও ফ্যাসিলিটিজ রক্ষণাবেক্ষণের কাজ করছেন ১০০ জনের বেশি গ্রাউন্ডসম্যান-কর্মী। মাঠ ক্রিকেটের উপযোগী রাখতে বাড়তি কাজ করছেন গ্রাউন্ডসম্যানরা। এদের পাশাপাশি বিদ্যুৎ ও পানি উপকেন্দ্রের কর্মীরাও কাজ করছেন।

বিসিবির গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা অনুসরণ করা হচ্ছে এসব ভেন্যুগুলোয়। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘যখনই হোক না কেন আমাদের ক্রিকেটারদের এখন না হলেও পরবর্তীতে অনুশীলনে ফেরাতেই হবে। এই ব্যাপারটি মাথায় রেখেই বিসিবি সব ভেন্যু অনুশীলনের জন্য প্রস্তুত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।’

খবর : বাংলাট্রিবিউন’র।