আবুল মিয়া দানবীর ছিলেন

স্মরণসভায় আ জ ম নাছির

‘শূন্য থেকে মানুষ পূর্ণ হতে পারেন তার প্রমাণ মরহুম আবুল মিয়া। একজন সাধারণ মুঠে মজুর থেকে তিনি শিল্পপতি হয়েছিলেন। এরকম নজির বিশ্বের আর কোথাও আছে কিনা জানা নেই। আজ আবুল মিয়া শুধু ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে নগর আওয়ামী লীগ বিনীত শ্রদ্ধা জানাই।’

সাবেক আওয়ামী লীগ নেতা দানবীর ও সমাজসেবক আবুল মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হালিশহরস্থ আবুল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এ কথা বলেন।

এতে প্রধান বক্তা হিসেবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রতারণা ও লুণ্ঠন ছাড়া একজন গরীব শিল্পপতি হতে পারেন তার প্রমাণ মরহুম আবুল মিয়া। ব্যবসা বাণিজ্যের নামে আজ লুটপাট হচ্ছে। ব্যাংক ঋণ নিয়ে শিল্প প্রতিষ্ঠার নামে বিদেশে বিলাশ বহুল প্রাসাদ তৈরি হচ্ছে। কিন্তু মরহুম আবুল মিয়া ব্যতিক্রম। তিনি কুলি মজুর থেকে শিল্পপতি হয়েছেন। শ্রমের মর্যাদা যদি বুঝতে হয় তাহলে তার জীবনাদর্শ থেকে অনেক কিছুই শিখতে হবে। তিনি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক নন। কিন্তু যারা রাজনীতি করি, ব্যবসা বাণিজ্য করি তাদের তার সদাচার ও জীবনযাপন নিজেকে বড় হয়ে উঠার জন্য গরীবকে ভালোবাসতে হবে এ শিক্ষাই অর্জন করতে হবে।’

২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের ফয়েজ আহমদ, আবু তাহের, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবেদ মনসুর চৌধুরী, আখতার উদ্দীন চৌধুরী, কাজী মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম কাঞ্চন, মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটি, ওয়ার্ডের জালাল মিয়া, আবদুল মতিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইব্রাহীম, রবিউল হোসেন সানি, মোহাম্মদ রাশেদ, ইয়াসিন আরাফাত, ফয়সাল বাদশা প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি